চবির আরো ৫ বিভাগের সংশোধিত পরীক্ষা ও ভর্তির তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫টি বিভাগের বিভিন্ন কোর্সের সংশোধিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভাগগুলো হল- ফিশারিজ, বাংলাদেশ স্টাডিজ, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ওশানোগ্রাফি।

সোমবার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের স্থগিতকৃত/অসমাপ্ত ২০১৮ সালের ৪র্থ বর্ষ বিএসসি (অনার্স) কোর্স নং-৪০৫ থেকে ৪১৯ এর পরীক্ষাসমূহ আগামী ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯ সালের এসএস কোর্স নং-৫০১ থেকে ৫০৮ এর পরীক্ষাসমূহ আগামী ১২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত ২০২০ সালের ১ম সেমিস্টার বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স নং-১১১ থেকে ১৭১ এর তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে।

একই বিভাগের বিভাগের স্থগিতকৃত ২০২০ সালের ৩য় সেমিস্টার বিএসসি ইঞ্জিনিয়ারিং (নিয়মিত ও মানোন্নয়ন) কোর্স নং-৩১১ থেকে পরবর্তী তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ৪ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগে থকে জানা যাবে।

একই বিভাগের স্থগিতকৃত ২০২০ সালের ৫ম সেমিস্টার বিএসসি ইঞ্জিনিয়ারিং (নিয়মিত ও মানোন্নয়ন) কোর্স নং-৫১১ থেকে ৫১৯ এর তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে।

একই বিভাগের স্থগিতকৃত ২০২০ সালের ৭ম সেমিস্টার বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স নং-৭১৩ থেকে ৭১৯ এর তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ২৪ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে।

চবি ওশানোগ্রাফি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষর এমএস কোর্স নং-৫০৪ থেকে পরবর্তী অসমাপ্ত পরীক্ষাসমূহ আগামী ২৭ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

একই বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষর ২য় বর্ষ বিএসসি (অনার্স) কোর্স নং-২০৭ থেকে পরবর্তী অসমাপ্ত পরীক্ষাসমূহ আগামী ২৮ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বিএ (অনার্স) ২য় বর্ষ ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিএ (অনার্স) ৩য় বর্ষে ভর্তি শুরু হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ২১ জুন থেকে ৩০ জুন এবং বিলম্ব ফিসহ আগামী ৮ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।


সর্বশেষ সংবাদ