শামসুল হক © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ক্যান্টিনের মালিক শামসুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে শামসু ভাই মারা গেছেন। এর আগে তিনি স্ট্রোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ক্যান্টিনের এক কর্মচারী এ প্রতিবেদককে জানিয়েছিলেন, শামসু ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরপর দুদিনের মাথায় তিনি আজ মারা গেলেন।
শামসুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রনেতাদের কাছে ‘শামসু ভাই’ হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ও আঁতুড়ঘর হিসেবে মধুর ক্যান্টিনের পাশে এই ক্যান্টিন। সেজন্য বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রনেতা, সাংবাদিক, শিক্ষকের দুপুরের লাঞ্চ করেন তার ক্যান্টিনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া তার স্মৃতিচারণ করে ফেসবুকে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানুষটি মায়ের ভূমিকা পালন করতেন তিনি হলেন- আইবিএ ক্যান্টিনের মালিক শামসু ভাই। আমার বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বেশি সময় আমি ও আমার সার্কেলের সবাই শামসু ভাইয়ের ক্যান্টিনে খেয়েছি। সন্ধ্যা পাঁচটা বেজে গেলেও ভাই দুপুরের খাবার রাখতো। ভালো কিছু রান্না করলে তুলে রাখতো। ভাই আজ নিঃশব্দে আমাদের থেকে চলে গেলেন খবরও পেলাম না।
মনির হোসেন নামে ঢাবির এক কর্মকর্তা লেখেন, শামসু ভাইয়ের ক্যান্টিনে হরেক রকমের সবজি, ভাজি ও দেশীয় মাছসহ নিজের কাছে থাকা সবচেয়ে ভালো খাবারগুলো আমাদের খাওয়াতেন। আজ শামসু ভাই চলে গেলেন। আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন আপনি।