ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি, জেনে নিন আদ্যোপান্ত

১০ জানুয়ারি ২০২৬, ১২:৫১ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

আবেদন যোগ্যতা: 
আবেদনকারীকে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের এবং ২০২৫ সালের বাংলাদেশের শিক্ষা বোর্ডসমূহ/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক অথবা কারিগরি/মাদ্রাসা বোর্ড /A-Level বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৫.৫ হতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিম্নে হলে তা গ্রহণযোগ্য হবে না। GCE বা বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে।

যেসব প্রার্থী ২০২০ অথবা তার পরে পাসকৃত IGCSE/O-Level পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০২৫ সনের A-Level পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হয়েছে (O-Level ও A-Level-এর সর্বশেষ পরীক্ষার সনকে উক্ত পরীক্ষার পাসের বছর হিসেবে ধরা হবে)। O-Level এবং A-Level পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট নিম্নরূপ ধরে জিপিএ হিসাব করা হবে:
A*/A=5.0_B=4.0,  C=3.5, D=0.0

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে করা যাবে। ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটা সংক্রান্ত তথ্য এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন হবে। 

প্রার্থী যদি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ইউনিটে আবেদন করে থাকে, তবে উক্ত প্রার্থী সরাসরি তার উচ্চমাধ্যমিকের রোল, বোর্ড এবং মাধ্যমিক পরীক্ষার রোল ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করতে পারবে এবং নতুন করে কোনো তথ্য দিতে হবে না।

ভর্তির আবেদন ফি বাবদ ৮৫০ টাকা তাৎক্ষণিক অনলাইনে মোবাইল ব্যাংকিং সার্ভিস (বিকাশ/নগদ/রকেট ইত্যাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে বা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে। আবেদন ও ফি জমার বিষয়ের বিস্তারিত নির্দেশনাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘এ’ লেভেল/ ‘ও’ লেভেল / সমমান বিদেশি শিক্ষাক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েব সাইটে গিয়ে “সমমান আবেদন” বা “Equivalence Application” মেন্যুতে আবেদন করে তাৎক্ষণিক অনলাইনে নির্ধারিত ১০০০ টাকা ফি জমা দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত “Equivalence ID, HSC Roll ও SSC Roll” ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মতো তারাও একই ওয়েব সাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষা:
ভর্তি পরীক্ষা ৪ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে ভর্তিচ্ছুদের। প্রতিটি বিষয়ে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান হবে ১। মোট ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০।

ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চমাধ্যমিক পর্যায়ে অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীর বাংলা, ইংরেজি ও আইসিটি এই তিনটি বিষয়ের পরীক্ষা দেওয়া আবশ্যিক। রসায়ন/হিসাব বিজ্ঞান/অর্থনীতি/খাদ্য ও পুষ্টি/সাধারণ জ্ঞান বিষয়ের মধ্যে যে কোনো ১টি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূর্ণ করবে। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। যারা ৪০-এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। 

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬