ডাকসু ও জকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফোটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ ও এজিএস মাসুদ রানা সহ জকসু নেতৃবৃন্দকে আজ ডাকসু ভবনে অভ্যর্থনা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
আজ বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) রাত ৯ টায় ডাকসু ভবনে তাদের অভ্যর্থনা জানানো হয় ও মতবিনিময় করেন।
পরে তারা মতবিনিময় সভায় মিলিত হন মতবিনিময়কালে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রাম ও কল্যাণমূলক উদ্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন৷
এসময় ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন, রাইসুল ইসলাম, বেলাল হোসেন অপু ও তাজিনুর রহমান প্রমুখ।
জকসু নেতৃবৃন্দ পরবর্তীতে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।