শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডাকসু ভিপি

২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ PM
ডাকসু ভিপি সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম © সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এক চুলও পিছু হটবেন না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদিকে হারিয়ে তার পরিবার আজ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার স্ত্রী ন্যায়বিচারের আশায় দিন গুনছেন। এই শোককে শক্তিতে রূপান্তর করে শহীদের হাতে গড়া ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা ‘শহীদী শপথ’ গ্রহণ করেছেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, অন্যান্য ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেলেও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে এখনো কার্যকর কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খাঁনসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হুকুমদাতাদের কাউকেই এখনো গ্রেপ্তার করা হয়নি। এমনকি অভিযুক্তদের অবস্থান সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ও দায়িত্বশীল অবস্থান জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ডাকসু ভিপি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিকে দুর্বল করার চেষ্টা করছে। পাশাপাশি গণমাধ্যমেও এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে পর্যাপ্ত অনুসন্ধান ও ফলোআপ সংবাদ প্রকাশ পাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইরানকে যে বার্তা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দেশে দেশে জেন-জি বিক্ষোভ: নেপাল কেন বাংলাদেশ হতে চায় না
  • ১৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
তিতাসের পাড়ে একদিন, জীবন ও নদীর মেলবন্ধন
  • ১৫ জানুয়ারি ২০২৬
আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9