তারেক রহমানের গাড়ির সামনে জাবি ভিসি, ধাক্কা দিয়ে সরালেন নিরাপত্তাকর্মীরা

২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ PM
জাবি ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান

জাবি ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান © টিডিসি সম্পাদিত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। 

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সাভারে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিপুল সংখ্যক শিক্ষক ও নেতাকর্মী জড়ো হন।

তারেক রহমানকে বহনকারী বাসটি ডেইরি গেট এলাকায় পৌঁছালে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানসহ কয়েকজন শিক্ষক রাস্তার মাঝখানে গাড়িবহরের একদম সামনে চলে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারেক রহমানকে বহনকারী বাসের সামনে দাঁড়িয়ে শিক্ষকরা তাকে দেখে হাত নাড়ছেন। জবাবে বাসের ভেতর থেকে তারেক রহমানও হাত নেড়ে ইশারা দেন। ঠিক এই মুহূর্তেই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ভিড় সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করেন। এ সময় বাসের একদম কাছাকাছি থাকা জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে নিরাপত্তাকর্মীরা হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

আরও পড়ুন: তারেক রহমানের সংবর্ধনাস্থলে গাছ নষ্ট, নতুন চারা রোপন বিএনপির

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা। পরে বিকেল ৫টা ১৭ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় স্মৃতিসৌধের মূল ফটকে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি (তারেক রহমান) ওখান থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দিয়েছেন। যেহেতু পুষ্পস্তবক অর্পণ করার একটি নিয়মনীতি রয়েছে, সেটি সূর্যাস্তের আগে, তাই আমরা তাঁর পক্ষ থেকে ৫টা ৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করলাম।’

লন্ডনে ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পরদিন আজ শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন।

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9