ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ PM
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে তিনি এই বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।
এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান ইতোমধ্যে অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদনপত্র পূরণ করেছেন। ফলে আজ নির্বাচন কমিশনে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দেওয়ার মাধ্যমেই নিবন্ধনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, বায়োমেট্রিক তথ্য গ্রহণের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তার তথ্য যাচাই করবে এবং অন্য কোনো তথ্যের সঙ্গে মিল আছে কি না তা পরীক্ষা করবে। যাচাই প্রক্রিয়ায় কোনো অসংগতি না থাকলে সর্বনিম্ন ৫ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তার এনআইডি নম্বর তৈরি হবে।
এনআইডি ডিজি বলেন, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ সফটওয়্যারনির্ভর হওয়ায় এতে কোনো মানবিক হস্তক্ষেপ নেই। এনআইডি নম্বর জেনারেট হওয়ার পর তারেক রহমান চাইলে নির্বাচন কমিশন থেকেই এনআইডি বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও জানান, একই সঙ্গে তারেক রহমানের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে, সেখান থেকে এনআইডি ডাউনলোড করার সুযোগও থাকবে। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরের মধ্যেই তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।