আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ডিজি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ PM
ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন সম্পন্ন হওয়ার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিচতলায় ছবি তোলা ও আঙুলের ছাপ গ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর এনআইডি প্রস্তুতের সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
হুমায়ুন কবির জানান, কারও ক্ষেত্রে ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে এনআইডি তৈরি হয়ে যায়, আবার কারও ক্ষেত্রে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে। তবে সর্বোচ্চ সময়সীমা ২৪ ঘণ্টার মধ্যেই থাকে। তিনি আরও বলেন, এই পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারনির্ভর হওয়ায় এতে কোনো মানবিক হস্তক্ষেপ নেই। বায়োমেট্রিক তথ্য সিস্টেমে যাচাই শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই এনআইডি নম্বর জেনারেট হয়।
তিনি বলেন, এনআইডি তৈরির নির্দিষ্ট সময় আগাম বলা যায় না। যেটুকু সময় লাগে, সেটুকু সিস্টেম অনুযায়ীই হয়। যত দ্রুত ভেরিফিকেশন শেষ হবে, তত দ্রুত এনআইডি তৈরি হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এই কর্মকর্তা আরও জানান, তারেক রহমানের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কক্ষে বসে তিনি ছবি ও আঙুলের ছাপ দেবেন, সেটিও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
এর আগে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করেছেন তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমান। তারা দুজনই ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, দেশে ফেরার পর ২৭ ডিসেম্বর তারেক রহমান তার ভোটার নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।