হাদির ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ PM
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাবি শিক্ষার্থীরা

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাবি শিক্ষার্থীরা © টিডিসি

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নগরীর তালাইমারিতে জমায়েত হয়। 

এ সময় তাদের ‘আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠ আরেকবার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘জুলাইয়ের পর থেকে দুইটা গোষ্ঠী এখনো পর্যন্ত একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে সমান তালে সাপোর্ট করে যাচ্ছে। একটা হচ্ছে খুনি লীগ, আরেকটা হচ্ছে যারা আওয়ামী লীগকে বিভিন্ন নামকরণে বৈধতা দিতে চায়। গতকাল যখন ডাকসু নেতা এবি জুবায়ের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এক শিক্ষককে দাওয়া করেছিল, তখন কিছু সুশীলের চেতনাদণ্ড দাঁড়িয়ে গিয়েছিল। আজকে সেই সুশীল বাঙ্গু সমাজকে সরব দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, মুজিব মানে মুজিব, হাসিনা মানে হাসিনা—এদের ভিন্ন পজিটিভ সজ্ঞায়ন এই বাংলার মাটিতে হতে পারে না। এই নির্বাচনে কেমন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এইটা আমাদের বুঝা হয়ে গেছে। তপশিল ঘোষণার একদিনের মাথায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। তার মানে আগামী নির্বাচন কত বড় ভয়ংকর মেসেজ দিচ্ছে বিপ্লবীদের জন্য। এই ঘটনার সাথে যারা জড়িত অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ইন্টেরিমের পক্ষ থেকে দেখতে চাই।’

এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব ওসমান হাদি, অনেক জুলাই যুদ্ধা অনেক গোষ্ঠীর সঙ্গে আপস করেছে—দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, কিন্তু ওসমান হাদি কারও সাথে আপস করে নাই। ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ, মুজিববাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছে। তাই আমরা মনে করি আজকে যে হামলা হয়েছে এর সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও মুজিববাদী লোকেরা জড়িত। সাম্প্রতিক সময়ে ওসমান হাদি চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা মনে করি এই হামলার পেছনে এসব টেন্ডারবাজদের ও হাত আছে। আমরা অতিদ্রুত জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দেখতে চাই।’

‘আমাদের মাথায় যতই গুলি করা হোক না কেন—আমরা ইনসাফ নিয়ে বেঁচে থাকব’ মন্তব্য করেন রাকসু ভিপি ও রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, ‘তারা আমাদের শহিদ করে, গুলি করে, কখনো থামাতে পারে নাই আর কখনো পারবেও না, ইনশাআল্লাহ। আজকের এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আজকের এই বাংলাদেশ জুলাইয়ের বাংলাদেশ। যারা আওয়ামী প্রেতাত্মাদের সফট কর্নার দিতে চান তারা জেনে নিন— আমরা মুসলিম, আমরা সংগ্রামী, আমরা কখনো থেমে যাব না।’

তালাইমারিতে জমায়েত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে ওসমান হাদীর সুস্থতার জন্য মোনাজাত করেন উপস্থিত নেতারা। বিক্ষোভ মিছিলে রাকসু ভিপি, রাকসু জিএস, রাকসুর অন্যান্য সদস্যবৃন্দ, রাবি শিবিরের নেতারাসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9