ওসমান হাদিকে গুলি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি

শরিফ ওসমান হাদি ও নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ
শরিফ ওসমান হাদি ও নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ  © সংগৃহীত ও সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ। এ ঘটনাকে দেশের গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সিটিজেন ইনিশিয়েটিভের চেয়ারম্যান ও কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ এবং সেক্রেটারি ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ইন্সট্রাক্টর তাইয়িব আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়।

সিটিজেন ইনিশিয়েটিভের বিবৃতিতে বলা হয়, ‘ওসমান হাদি শুধু একজন সংগঠক নন, তিনি গত এক বছর ধরে জুলাই-পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দমিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অবিচল সংগ্রাম করেছেন। তার লেখনী, রাজপথের আন্দোলন, কবিতা ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে তিনি বাংলাদেশে ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠ হিসেবে অবিরাম লড়াই চালিয়ে গেছেন দীর্ঘদিন ধরে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মহাজোটের শাসনের হাতে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে ঝুঁকি নিয়েছেন, এই হামলা সেই সাহসী ভূমিকারই পরিণতি।’

বিবৃতিতে বলা হয়, ‘সিটিজেন ইনিশিয়েটিভ বিশ্বাস করে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা দমন ও গণতান্ত্রিক প্রতিরোধ ও জুলাই যোদ্ধাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সংঘটিত। আমরা জোর দিয়ে দাবি করছি যে গুলির ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অবিলম্বে শুরু করতে হবে, যাতে সত্য উদঘাটিত হয় এবং দায়ীদের কোনোভাবে রক্ষা করা না যায়। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উদাহরণযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে।’

রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাহীনতার এই পরিবেশ গণতান্ত্রিক ও নির্বাচনী অধিকার চর্চাকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করা অপরিহার্য, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে তার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিরে আসতে পারেন। এছাড়া তার নিরাপত্তাশঙ্কা থাকার পরও দিনে দুপুরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার নিরাপত্তা নিশ্চিত না করতে পারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের জোর দাবি জানায় সিআই।’

এতে বলা হয়, ‘ওসমান হাদির ওপর হামলা বিরোধী মত দমনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলছি গুলি করে বা হামলা চালিয়ে জুলাইয়ের কোটি কোটি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। দেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই চলবে, এবং ওসমান হাদির মতো সংগ্রামীদের পাশে আমরা সর্বদা আছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence