বেগম রোকেয়া ইস্যুতে পিছু হটলেন রাবি শিক্ষক, বললেন, ‘ফতোয়া দেওয়া আমার অধিকার নয়’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ PM
নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বহু শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাঁর বক্তব্যের নিন্দা জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অসংখ্য শিক্ষার্থী তাঁকে প্রত্যাহার করা ও বহিস্কার করার দাবি জানান।
সমালোচনার পর নতুন এক পোস্টে রাবি শিক্ষক জানান, বিষয়টি তাঁর ও তাঁর পরিবারের জন্য ভারী হয়ে উঠেছে। তিনি লেখেন, ‘আমার পোস্ট দেওয়ার পর থেকে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, যা আমার পরিবার ও আমার জন্য খুবই ভারি হয়ে যাচ্ছে।’
আরও জানান, তাঁর মন্তব্য ফতওয়া দেওয়ার মতো শোনালেও ফতওয়া দেওয়ার অধিকার তাঁর নেই। ‘আমি ঈমান ভঙ্গের মূলনীতির ওপর ভিত্তি করে মন্তব্য করেছিলাম। কিন্তু তা ফতোয়ার মতো শোনা গেছে। ফতোয়া দেওয়ার অধিকার আলেমদের, আমার না। তাই আমি পোস্টটি ডিলিট করে দিয়েছি,’ লিখেছেন তিনি।