রাকসু নির্বাচনে রোকেয়া হলে শীর্ষ দুই পদে শিবির এগিয়ে, অন্যটিতে কে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০২ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:২৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে রোকেয়া হলের ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান রিটানিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৭৫২ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ২১১ ভোট।
জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৬৬১ এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩৭৭ ভোট পেয়েছেন।
এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৪৬ এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ২৯৯ ভোট পেয়েছেন।