চাকসুর ভোটগ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা

চাকসু নির্বাচনের একটি কেন্দ্র পাহারা দিচ্ছেন ছাত্রীরা
চাকসু নির্বাচনের একটি কেন্দ্র পাহারা দিচ্ছেন ছাত্রীরা  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন কলা ভবন কেন্দ্রে গেট ভেঙে প্রবেশের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে তাদের প্রবেশ ঠেকাতে গেটের বাইরে অবস্থান নেন নারী শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের মূল ফটকের সামনে এমন দৃশ্য দেখা গেছে। এ ঘটনার বিষয়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জানতে চাইলে এক নারী শিক্ষার্থী বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা গেইট ভেঙে কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় কেন্দ্রের পাহারায় আমরা এখানে বসেছি। ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা একে হাইজ্যাক হতে দিতে পারি না।’

আরও পড়ুন: ভেতরে শান্তিপূর্ণ পরিবেশ আর বাইরে ছাত্রদল-বাম সংগঠনের হট্টগোল—শেষ হলো চাকসুর ভোটগ্রহণ

এর আগে চাকসু নির্বাচনের শেষ মুহূর্তে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের নিচে হট্টগোল সৃষ্টি করেন ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনের প্যানেলসহ কয়েকজন প্রার্থী। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টার পরে অবশিষ্ট ভোটগ্রহণের সময় বিবিএ ফ্যাকাল্টি কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে কেন্দ্রের ভেতরে ঘুরে দেখা গেছে, তখনও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ভোটগ্রহণ চলছিল।


সর্বশেষ সংবাদ