চাকসু নির্বাচন

সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন

সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন
সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন পড়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণের আগেই ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন হাজারো শিক্ষার্থী। তাদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, যার মধ্যে ১১ হাজার ৩২৯ জন ছাত্রী। সকাল থেকেই বিভিন্ন অনুষদ ভবনের ভোটকেন্দ্রে নারী শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন।

তানিয়া নামের এক শিক্ষার্থী বলেন, ‘গত রাত থেকেই ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি। রাতে ঘুমোতে পারিনি, কারণ জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছি আজ।’

চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট পদ ২৬টি, আর ১৫টি হল ও হোস্টেল সংসদে পদসংখ্যা ১৪টি করে। সবমিলিয়ে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে লড়ছেন ৪১৫ জন। ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে, মোট ৬০টি কক্ষে।

আরও পড়ুন: ভোট দিতে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন চবি শিক্ষার্থীরা

ভোটগ্রহণ চলছে আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনে। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনের দ্বিতীয় তলায় পৃথক ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাঁচটি ভবনের এই ৬০টি কক্ষে প্রায় ৭০০টি ভোট বুথ রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ওএমআর ব্যালট শিটে ভোটগ্রহণ হচ্ছে। চাকসু নির্বাচনে চার পৃষ্ঠার ব্যালট ও হল ও হোস্টেল সংসদ নির্বাচনে এক পৃষ্ঠার ব্যালটে ভোট দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জনের মধ্যে ১১ হাজার ১৫৬ জন ছাত্রী। প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলে লড়ছেন ৪৯৩ জন প্রার্থী।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যেক হলে ১৪টি পদ থাকায় ১৪টি হল ও একটি হোস্টেলে মোট ২১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রীদের ৫টি আবাসিক হলে ৭০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৩ জন প্রার্থী। এর মধ্যে ১৬টি পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না, ফলে ৫৩টি পদে ভোটগ্রহণ চলছে।


সর্বশেষ সংবাদ