যারাই জয়ী হোক, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে একসঙ্গে কাজ করব: শিবিরের জিএস প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে যারাই নির্বাচিত হবে, তাদের সঙ্গে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে কাজ করবেন বলে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব। 

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ১০টা ২০ মিনিটের দিকে আইটি ভবন কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সাঈদ বিন হাবিব বলেন, ৩৬ বছর পর কাঙ্ক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। সফলভাবে ভোটগ্রহণ শেষ হলে চাকসু সফল হবে। আমরা নির্বাচিত হলে ১২ মাসে ৩৩টি কাজ আন্তরিকতা এবং যোগ্যতা দিয়ে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব।

নির্বানের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ ভালো। আমরা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই। সমানাধিকার এবং সমানভাবে চলার পরিবেশ তৈরি করতে চাই। চাকসু হলে বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান হবে। আমরা আশা করছি, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করবে।

আরও পড়ুন: চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার বিষয়টি সঠিক নয়: নির্বাচন কমিশনার

তিনি বলেন, জয়-পরাজয় যা-ই হোক, আমরা মেনে নিব। যারাই জয়ী হোক, আমরা একসাথে আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে কাজ করব।

এর আগে,  বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি কেন্দ্রে একযোগে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। নির্বাচনে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী এবং ১৪টি হল ও ১টি হোস্টেলের ২৪টি পদে লড়ছেন ৪৯৩ জন।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যেকটি হলে ১৪টি করে পদ রয়েছে। সে অনুযায়ী ১৪টি হল ও ১টি হোস্টেলে মোট ২১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রীদের ৫টি আবাসিক হলে ৭০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৩ জন প্রার্থী। এর মধ্যে ১৬টি পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না, বাকি ৫৩টি পদে ভোটগ্রহণ চলছে।


সর্বশেষ সংবাদ