চাকসুর ভোট শুরু হবে সকাল সাড়ে ৯টায়

১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৯ AM
চাকসুর ভোট শুরু হবে সকাল সাড়ে ৯টায়

চাকসুর ভোট শুরু হবে সকাল সাড়ে ৯টায় © টিডিসি সম্পাদিত

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। তবে সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত অফিসিয়াল চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে ভোট গ্রহণ শুরু সকাল সাড়ে ৯টা সময় উল্লেখ রয়েছে।

সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিতে আসছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন। যাদের আবাসনের ব্যবস্থা নেই, তারা ভোর থেকেই ক্যাম্পাসে প্রবেশ করছেন।

মূল ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মাইকিং করে শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে কোনো বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে।

সকাল ৮টা ২০ মিনিটে দিনের প্রথম শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়। ট্রেনে থাকা শিক্ষার্থীদের কারও আজ ক্লাস বা পরীক্ষা নেই—সবার উদ্দেশ্য একটাই, দীর্ঘ প্রতীক্ষার চাকসু নির্বাচনে ভোট দেওয়া। সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ে এবং পৌঁছার পর শিক্ষার্থীরা অনুষদ ভবনমুখী হন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা ভোট দেবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। চাকসু ও হল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রার্থী ৪১৫ জন এবং ১৪টি হল ও ১টি হোস্টেলের ২৪টি পদে লড়ছেন ৪৯৩ জন।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি-ট্রাক সংঘর্ষ, চার সেনাসদস্য আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেননি বিএনপির নেতাকর্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9