চাকসু নির্বাচন
ছাত্রদলের এজিএস প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আনোয়ার হোসেন নামের স্বতন্ত্র এজিএস প্রার্থী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন আনোয়ার। এ সময় তৌফিক তার পাশেই ছিলেন।
পরে ছাত্রদলের এজিএস প্রার্থী তৌফিক বলেন, ‘তিনি (আনোয়ার) আমার প্রতি যে সমর্থন জানিয়েছেন, এতে আমি অভিভূত। আমি মনে করছি, আমার ওপর আরও অনেক বেশি দায়িত্ব অর্পিত হলো। যেহেতু তিনি আমাকে সমর্থন দিয়েছেন এবং তার যে বিশ্বাস সেটা আমার ওপর স্থাপন করেছেন তো সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং সেটা নিয়ে ক্যাম্পাসে কাজ করার দায়িত্বটা আমি আরও অনুভব করছি। ওনার সমর্থন পেয়ে নির্বাচনের পরে আমি নির্বাচিত হই কিংবা না হই, এই ক্যাম্পাসে যত দিন কাজ করব, তত দিন মনে রাখব।’
এদিকে জয়-পরাজয় যেটাই হোক শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।
মঙ্গলবার বিকেলে চাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল ক্যাম্পাসে সরব ছিল, ছাত্রদল বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে। আমার মনে করি নির্বাচন সুষ্ঠু হলে শিক্ষার্থীরা আমাদের পক্ষে মেনটেন দেবেন।’ তবে কোনো কারণে ফল নিজেদের পক্ষে না এলেও শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন তিনি।