ছবি সম্বলিত ভোটার তালিকা, জাল ভোটের সুযোগ নেই : চবি উপাচার্য

১৫ অক্টোবর ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১০:২২ AM
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার © টিডিসি সম্পাদিত

ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করায় জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের কাছে ছবি সম্বলিত ভোটার তালিকা দেওয়া হয়েছে। তারা ভোটারদের সঙ্গে ছবির মিল যাচাই করে ভোট গ্রহণ করছেন। তাই এখানে জাল ভোটের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।’

আইটি ভবন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. এ এম আবু আহমেদ বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। আমরা আশা করি পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

তিনি আরও জানান, বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবেন, তাদের সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এর আগে,  বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি কেন্দ্রে একযোগে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। নির্বাচনে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী এবং ১৪টি হল ও ১টি হোস্টেলের ২৪টি পদে লড়ছেন ৪৯৩ জন।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যেকটি হলে ১৪টি করে পদ রয়েছে। সে অনুযায়ী ১৪টি হল ও ১টি হোস্টেলে মোট ২১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রীদের ৫টি আবাসিক হলে ৭০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৩ জন প্রার্থী। এর মধ্যে ১৬টি পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না, বাকি ৫৩টি পদে ভোটগ্রহণ চলছে।

আরও অপেক্ষা করবে ১০ দলীয় জোট
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন মুফিতী আলী হাসান উসামা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9