মালদ্বীপে প্রাথমিক শিক্ষকের বেতন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় অধ্যাপকের সমান

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন  © ফাইল ছবি

মালদ্বীপে প্রাথমিকের এক শিক্ষক বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ টাকা বেতন পান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। এ বেতন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সমান। আজ সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন তিনি।

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন লিখেছেন, ‘মালদ্বীপে একজন প্রাথমিকের শিক্ষক বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ টাকা বেতন পান, যা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সমান বেতন। ভারতে একজন প্রাথমিকের শিক্ষক পান প্রায় বাংলাদেশি টাকায় ৫০ হাজার টাকা, নেপালে পান বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ হাজার টাকা, ভূটানে পান প্রায় ৪০ হাজার বাংলাদেশি টাকা। শ্রীলংকায় পান গড়ে বাংলাদেশি টাকায় ২৫ হাজার টাকা। আর পাকিস্তানে পায় গড়ে ২৫ হাজার বাংলাদেশি টাকা।’ 

আমার সোনার বাংলার প্রাথমিকের শিক্ষকরা পান ১২-১৪ হাজার টাকা, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই ৭ দেশের মধ্যে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি। অথচ এই সাত দেশের মধ্যে বাংলাদেশের প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন সবচেয়ে কম। একদিকে কম বেতন দেয়, আবার বলে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী। একই সাথে বোনাস হিসাবে বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামলে পুলিশ দিয়ে পেটায়। কি অসভ্যতা!’

আরও পড়ুন: রাতভর শহীদ মিনারে অবস্থান শিক্ষকদের, সকাল থেকে বাড়ছে উপস্থিতি

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেন, ‘কেন আমি এতদিন ধরে বলছি যে, বাংলাদেশের শিক্ষকদের জন্য একটা স্বতন্ত্র সম্মানজনক বেতন স্কেল দরকার। সেটা বুঝতে পারছেন। উন্নত দেশের কথা বাদ দেন, খোদ দক্ষিণ এশিয়ার মধ্যেও বাংলাদেশের শিক্ষকদের বেতন মান তলানিতে। তাহলে বাংলাদেশের শিক্ষার মান তলানিতে, এই সংবাদ শুনলে আশ্চর্য হন কেন? বালির নিচে মাথা গুঁজে থাকবেন আর কতদিন? জাগো বাহে কোনঠে সবে।’


সর্বশেষ সংবাদ