রাতভর শহীদ মিনারে অবস্থান শিক্ষকদের, সকাল থেকে বাড়ছে উপস্থিতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ AM
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসাবে শহীদ মিনারে গতকাল থেকেই অবস্থান করছেন শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ গতকাল থেকে যারা অবস্থান করছেন তাদের অনেকেই পলিথিন ও পাটি বিছিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। এক পাশে শিক্ষকরা স্লোগান দিচ্ছেন। এ সময় তারা গতকাল প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও লাঠিচার্জের প্রতিবাদ জানায়।
তারা বলেন, আমরা সুবিচার পাচ্ছি না। গতকাল আমাদের প্রেসক্লাবের সামনে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা তো এখানে থাকতে আসিনি। আমার দাবি মেনে নিলে আমরা ফিরে যাবো। আজকের মধ্যে ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন না হলে আমরা ফিরে যাবো না।
এর আগে, রবিবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষকদের আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।
এ সময় প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা।