ঢাবির সূর্যসেন হলে ফের ফার্স্ট এইড বক্স চালু করল শিবির
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে আবারও ফার্স্ট এইড বক্স চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির উদ্যোগে পরিচালিত ‘শিফা’র পক্ষ থেকে প্রদান করা বক্সটি পুনরায় রিফিল করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) হলের তত্ত্বাবধায়ক মাইনুল হোসেনের কাছে রিফিল বক্সটি হস্তান্তর করেন শিবিরকর্মী মোহাম্মদ ইমরান ও আবু হান্নান।
আরও পড়ুন: রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
ফার্স্ট এইড বক্সে রয়েছে ডিজিটাল থার্মোমিটার, ব্যান্ডেজ, সেভলন ক্রিম, হেক্সিজল, স্যালাইন এবং বিভিন্ন রোগের ওষুধসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী। হলের সব শিক্ষার্থী বিনামূল্যে এ সেবা নিতে পারবেন। তবে ওষুধ নেওয়ার সময় রেজিস্টার বুকে এন্ট্রি করতে হবে এবং একসাথে দুটির বেশি ওষুধ নেওয়া যাবে না। বক্সটি রাখা হয়েছে হলের রিসেপশনে।
এর আগে ডাকসু নির্বাচনের সময় সূর্যসেন হলে শিবির প্রদত্ত পানির ফিল্টার সাবেক ছাত্রলীগ কর্মীরা ভাঙচুর করলে সংগঠনটি ফার্স্ট এইড বক্স সরিয়ে নেয়।