ডাকসু নির্বাচন

ছাত্রদলের প্যানেলে প্রার্থী নির্বাচনে চলছে চুলচেরা বিশ্লেষণ

১৯ আগস্ট ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আজও (মঙ্গলবার) সংগ্রহ করা যাবে, আগের বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল শেষ দিন ছিল। ইতোমধ্যে অন্যান্য কয়েকটি ছাত্র সংগঠন তাদের আংশিক বা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও এবং জাতীয়তাবাদী ছাত্রদলের গতকাল প্যানেল ঘোষণা করার কথা থাকলেও এখন পর্যন্ত করতে পারেনি। প্যানেলে সম্ভাব্য প্রার্থী নির্বাচন ও যাচাই-বাছাইয়ে সংগঠনটি অভ্যন্তরীণভাবে চুলচেরা বিশ্লেষণ করছে বলে জানা গেছে।  

আজ সকালে ঢাবি শাখার কয়েকজন ছাত্রদল নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সন্ধ্যা বা রাতের মধ্যেই আমাদের প্যানেল ঘোষণা হতে পারে। প্যানেলে কাকে রাখা যায়, সেটা নিয়ে পার্টি অভ্যন্তরীণভাবে যাচাই-বাছাই ও বিশ্লেষণ করছে। প্যানেলে কোনোভাবেই যেন শিবির, ছাত্রলীগ বা অনুপ্রবেশকারী না ঢুকে যায় সেটা নিয়েও হিসেব চলছে। সম্ভাব্যদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। 

তারা জানান, ডাকসুর শীর্ষ তিন পদে লড়াইয়ের জন্য অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। তাদের মধ্যে অভ্যন্তরীণভাবে প্রতিযোগিতা হচ্ছে। তবে বৃহৎ স্বার্থে পার্টির যেকোনো সিদ্ধান্ত তারা মানতে রাজি। 

এদিকে, ছাত্রদলের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। ছাত্রদলের ঢাবি ও কেন্দ্রীয় সংসদের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহবায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলোচনা চলছে। এছাড়া, এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহবায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। এ পদে অন্য কাউকে বিবেচনা করা হতে পারে। 

এর বাইরে, শীর্ষ এ তিন পদে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন ও বিএম কাওসার, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুসহ বেশ কয়েকজন নেতার বিষয়ে সংগঠনটির অভ্যন্তরে আলোচনা হচ্ছে। 

আরও পড়ুন: ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়

প্রসঙ্গত, ডাকসু ও ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম আজ (১৯ আগস্ট) সংগ্রহ করা যাবে। এছাড়া জমাদান করা যাবে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত। সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

সোমবার পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে এক হাজার ২২৬টি মনোনয়নপত্র। এদিন এ কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও রাতে সময় বৃদ্ধির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি। এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা এবং বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা করা হল। এর আগে মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ সময় ছিল ১৮ ও ১৯ আগস্ট।

অন্যদিকে, হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন সংগ্রহ করেছেন।

এছাড়া, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দীন হলে ৭৪, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮ এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।

 

মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9