ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, লাঞ্চিতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮ আগস্ট ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেতা-কর্মীদের লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন নিতে গেলে একদল ছাত্রী তাদের বাধা দেন এবং মব উসকে নির্যাতনের চেষ্টা চালান বলে অভিযোগ করেছে ছাত্রদল।

এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত ঘটনা যাচাই ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য জরুরি ভিত্তিতে এ কমিটি কাজ করবে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ (নৃবিজ্ঞান বিভাগ), সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী এবং সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী। কমিটিকে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এ জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকেই অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মনোনয়ন ফরম নিতে যায়। তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সাধারণ ছাত্রীর সঙ্গে ছাত্রদলের বোনরা বিকেল ৪টার আগে ফরম সংগ্রহ করতে যায়। ঠিক সেই সময়ে ওই হলের একদল উগ্র নারী শিক্ষার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা প্রদান করে। এসময় তারা মব উসকিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্তা করে ও শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। 

নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9