ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে এক দম্পতিকে মনোনয়ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৮:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সর্মথিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে এক দম্পতিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে সংগঠনটির প্রকাশিত প্যানেল থেকে এমন তথ্য জানা গেছে। এরা হলেন- রায়হান উদ্দিন ও উম্মে সালমা।
জানা গেছে, স্বামী রায়হান উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাকসু সদস্য পদে, কমন রুম এবং রিডিং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উম্মে সালমা। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রায়হান ২০১৮-১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
রায়হান উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এবং আমার স্ত্রী শিবিরের প্যানেলের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' থেকে মনোনয়ন পেয়েছি। আমরা আগেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। নিবার্চিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।
এদিকে, ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন পদপ্রার্থীরা।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়াও সংগঠনটির প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।