রক্তদানের আহ্বান জানিয়ে অস্থায়ী কেন্দ্র খুলেছে ঢাবির বাঁধন

ঢাবির বাঁধনের আয়োজনে রক্তদান কর্মসূচী
ঢাবির বাঁধনের আয়োজনে রক্তদান কর্মসূচী  © টিডিসি ফোটো

রাজধানীর বার্ন ইউনিটে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন ‘কল ফর ব্লাড’ (রক্ত দান আহ্বান) প্রচার শুরু করেছে। আহতদের দ্রুত চিকিৎসা ও সেবা নিশ্চিত করার জন্য, বাঁধন তাদের উদ্যোগে বার্ন ইউনিটের ইমার্জেন্সি বিভাগের পাশেই একটি অস্থায়ী ব্লাড দান কেন্দ্র খুলেছে।

এই উদ্যোগে বিপুল সাড়া পাওয়া গেছে, তবে কেন্দ্রটিতে পাওয়া রক্তের মধ্যে পজিটিভ ব্লাডের পরিমাণ বেশি হলেও নেগেটিভ ব্লাড তেমন পাওয়া যাচ্ছে না। কারণ, বেশির ভাগ আহত রোগীই নেগেটিভ ব্লাড গ্রুপের ছিলেন। বাঁধনের এক স্বেচ্ছাসেবক জানান, ‘আমাদের প্রচুর নেগেটিভ রক্তের প্রয়োজন।’

আরও পড়ুন: কোন হাসপাতালে নিহত কত, আহত কত—জানাল আইএসপিআর

কেন্দ্রে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা নাম লিখিয়ে রক্তদান প্রক্রিয়া শুরু করছেন। রক্তদানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও আহতদের চিকিৎসায় সহায়ক হতে পারে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত অন্তত দেড় শতাধিক। বার্ন ইউনিটে ভর্তি আছেন ৭০ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্কুলের শিক্ষক ও ছাত্রও আছেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ