ঢাবির পরীক্ষা চলবে, তবে বিভাগ স্থগিত করলে সেটা তাদের নিজস্ব ব্যাপার: পরীক্ষা নিয়ন্ত্রক
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বিভাগের নির্ধারিত পরীক্ষা চলবে বলে জানিয়েছেন পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. রোকানুজ্জামান। তবে বিভাগ স্থগিত করলে সেটা তাদের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছেন তিনি। ক্যাম্পাসের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ চলায় বিভিন্ন বিভাগে পরীক্ষা বয়কট করায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যদিও একাধিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেননি বলে খবর পাওয়া গেছে।
পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. রোকানুজ্জামান বলেন, ‘আমরা গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম থাকায় পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার প্রস্তুতি নেওয়ার। আমরা এখনও সেই সিদ্ধান্তেই অটুট রয়েছি। তবে কোনও বিভাগের শিক্ষার্থীরা যদি ক্লাস পরীক্ষা বর্জন করে, তবে সেটি সেই বিভাগের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’
এদিকে শিক্ষার্থী মো. রিফাত হোসেন বাঁধন বলেন, ‘আজ সকাল ৯টার পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা বয়কট করে। আমরা কেউ পরীক্ষা দিতে যাইনি। প্রাণিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষও পরীক্ষা দিতে যায়নি।’
আরও পড়ুন: তিন ধাপে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন, শুরু ২৪ জুলাই?
এর আগে শুক্রবার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৯ জুলাই (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, যেন নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।