পিএইচডি ভর্তির সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন মাস্টার্স পাসেই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জুলাই-ডিসেম্বর সেশনে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে ২ জুলাই আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) আবেদন ফরম ডাউনলোড করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। ক্লাস স্ব স্ব বিভাগ অনুযায়ী হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমফিল সম্পন্ন করা থাকলেই পিএইচডিতে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা—
*এমফিল পাস অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে;
*সিজিপিএ অনুযায়ী মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তরের সব পরীক্ষায় সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪ স্কেলে ৩ থাকতে হবে;
*স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত ন্যূনতম ২টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে;
*কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত ১টি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে;
*৩বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকা প্রার্থীদের স্নাতক পর্যায়ে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
*কোনো স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের গবেষণাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,
*সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রোগ্রামে ভর্তি, সময় বাড়ল আবেদনের
শর্তাবলি—
*ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনপত্র সংগ্রহের আগে তাদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ও এমফিল ভর্তির যোগ্যতা যাচাই ও সমতা নিরূপণ কমিটির আহ্বায়কের (ডীন, ফার্মেসি অনুষদ, মোকারর হোসেন খন্দকার বিজ্ঞান ভবন সংলগ্ন) নিকট দরখাস্ত জমা দিতে হবে;
*বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের পর ভর্তির আবেদন করতে হবে;
দরকারি কাগজপত্র—
*আবেদনপত্রের সঙ্গে জনতা ব্যাংক টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখায় ১ হাজার টাকা জমার রশিদের মূলকপি;
*সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি (সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত);
*সদ্য তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি (সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত);
*গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে;
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১০০০ টাকা জনতা ব্যাংক টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখায় জমা দিতে হবে;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট