ঢাবিতে ড. আরেফিন সিদ্দিকের জানাজার জন্য পরিবার থেকে আগ্রহ পায়নি প্রশাসন

১৪ মার্চ ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক

ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের জানাজা ক্যাম্পাসে আয়োজনে পরিবার থেকে আগ্রহ পায়নি প্রশাসন। এ জন্য কোনও আবেদনও করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানাজার বিষয়ে কোনো আবেদন করা হয়নি। উনারা মৌখিকভাবেও কিছু বলেননি। উনারা আগ্রহ দেখান নাই যে, এখানে (ঢাকা বিশ্ববিদ্যালয়) জানাজা হোক।’

কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। রাত পৌনে ১১টায় তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ শুক্রবার (১৪ মার্চ) জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার নামাজ-ই -জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো পড়ুন: অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ধানমন্ডি ঈদগাহ মাঠে, দাফন আজিমপুরে

আরেফিন সিদ্দিকের ছোট ভাই বলেছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বিশ্ববিদ্যালয়ে ঢাবির সাবেক এ উপাচার্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। 

এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, মোটরসাইকেল ৩ দিন
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ১২, বিকেলে ১৩—একদিনে ২৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬