স্ক্যান করে মুহূর্তেই ডিজিটাল লেনদেন, কীভাবে কাজ করে এই কোড

কিউআর কোড স্ক্যান করে যখন-তখন ডিজিটাল লেনদেন করা যায়
কিউআর কোড স্ক্যান করে যখন-তখন ডিজিটাল লেনদেন করা যায়  © আনন্দবাজার

সুপারশপে বা বড় বড় বিপনিবিতানে স্ক্যান করে যখন-তখন ডিজিটাল লেনদেন। কিন্তু কীভাবে কাজ করে কিউআর কোড? আমাদের জীবনে অপরিহার্য হয়ে গেছে এটি। এ ছাড়া ডিজিটাল লেনদেন অসম্ভব। কীভাবে কাজ করে এ প্রযুক্তি?

আমাদের জীবনে দিন দিন বাড়ছে কিউআর কোডের ব্যবহার। ডিজিটাল লেনদেনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে এ প্রযুক্তি। মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করে অহরহ বিল মেটাচ্ছেন মানুষ। এ ছাড়া মেট্রোরেলের টিকিট থেকে শুরু করে রেস্তরাঁর মেনুকার্ড, সব কিছুই ধীরে ধীরে বদলে যাচ্ছে চতুষ্কোণ কোডটিতে।

কিউআর শব্দটির অর্থ কুইক রেসপেন্স। প্রযুক্তিটির সবচেয়ে বড় সুবিধা হলো, যেমন ইচ্ছা স্ক্যান করে একে ব্যবহার করতে পারেন গ্রাহক। ভালো করে লক্ষ করলে দেখা যাবে, কিউআর কোডের ভিতরে রয়েছে তিনটে ছোট ছোট চতুষ্কোণ। সেগুলিই অ্যালাইনমেন্ট ঠিক রাখে। ফলে স্ক্যান করে এতে ডিজিটাল লেনদেন করতে পারেন ব্যবহারকারী।

আরও পড়ুন: দীর্ঘ সময় ভিডিও কনটেন্টে যুক্ত রাখতে টিকটকের পথে হাঁটছে ফেসবুক

বিশ্লেষকেরা কিউআর কোডকে বারকোডের উন্নত সংস্করণ বলেন। এর মধ্যে লুকিয়ে থাকে একটি বড় সংখ্যা। সেটি ০ ও ১ বা অন্য কোনও ফরম্যাটে থাকতে পারে। বারকোড স্ক্যান করলে মেলে কিছু তথ্যও। কিউআর কোডও ঠিক সে রকম। যদিও এতে তথ্যের পরিমাণ থাকে বেশি। সূত্র: আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!