নতুন সৌরজগতের সন্ধান, নক্ষত্র ঘিরে তৈরি হচ্ছে একের পর এক গ্রহ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৬ PM
পৃথিবী থেকে প্রায় ১৩০০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে ঘিরে তৈরি হচ্ছে একের পর এক নতুন গ্রহ। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে ধরা পড়েছে এমন এক মহাজাগতিক দৃশ্য। যে নক্ষত্রকে ঘিরে বিশাল কর্মকাণ্ড চলছে, তার নাম এইচওপিএস-৩১৫।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) এবং আটাকামা লার্জ মিলিমিটার বা সাবমিলিমিটার অ্যারের মাধ্যমে এ দৃশ্য ধরা পড়ে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। নক্ষত্র ঘিরে চারপাশে রয়েছে গ্যাস ও ধুলোর বলয়। সেখান থেকেই জন্ম নিতে পারে পৃথিবী সদৃশ নতুন কোনো গ্রহ, এমটাই ধারণা করছেন বিজ্ঞানীরা। নক্ষত্রের কাছে সিলিকন মনোক্সাইড (SiO) ধীরে ধীরে জমাট বাধা শুরু করেছে। ক্রমে গ্রহাণুপুঞ্জের নিকট সরে আসছে, যা গ্রহ গঠনের প্রথম ধাপ হতে পারে।
গবেষণাটি ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় ছিলেন নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের মেলিসা ম্যাকলার। তিনি বলেন, ‘আমাদের সৌরমণ্ডলের বাইরে গ্রহের গঠনের ধাপ এই প্রথমবার চোখে পড়ল’। পার্দিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মেরেল ভ্যান’ট হফ উল্লেখ করেন, ‘এটি একটি শিশু সৌরমণ্ডলের দৃশ্য। এর থেকে ধারণা করা যায়, ৪৬০ কোটি বছর আগে আমাদের সৌরমণ্ডল কেমন ছিল।’
এর আগে বিজ্ঞানীরা সদ্যগঠিত গ্রহ দেখেছেন, তবে গঠনের প্রক্রিয়া চলাকালীন কোনো গ্রহকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। ছোট শিলা কিভাবে জমাট বাঁধছে এবং ধীরে ধীরে গ্রহের আকার নিচ্ছে, এমন দৃশ্য এবারই প্রথম দেখছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, এইচওপিএস-৩১৫-কে ঘিরে গঠিত হচ্ছে নতুন গ্রহ।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডউইন বার্জিন জানিয়েছেন, সৌরমণ্ডলের বাইরে এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। সৌরমণ্ডলের বাইরে কোথাও আগে এ দৃশ্য দেখা যায়নি। কখন নক্ষত্রের চারপাশে গ্রহ তৈরি হতে শুরু করে, কখন চারপাশের বলয়ের ধুলো শিলায় পরিণত হয়, তা আরও স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন তারা।
আরও পড়ুন : আনারস পাতায় সম্ভাবনা: ময়মনসিংহ-টাঙ্গাইলের সুতা যাচ্ছে ইউরোপ-আমেরিকা
বিজ্ঞানীদের মতে, নক্ষত্রের চারপাশে গ্যাস কত দ্রুত কঠিনে পরিণত হবে, তা বলয়ের তাপ ও চাপের ওপর নির্ভর করে। গ্যাস থেকে কঠিনে রূপান্তরের সময়ে খনিজে যে পরিবর্তন হচ্ছে, তাতেও নজর রেখেছেন তারা। এভাবেই ধীরে ধীরে একটি নতুন সৌরজগতের জন্ম হচ্ছে। যা থেকে আমাদের সৌরমণ্ডলের উৎপত্তি সম্পর্কেও ধারণা পাওয়া যায়। সূত্র: আনন্দবাজার