গ্রামীণফোনের রিচার্জ সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
গ্রামীণফোনের লোগো

গ্রামীণফোনের লোগো © সংগৃহীত

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিস্টেম আপগ্রেড ও মানোন্নয়নের কাজ চলায় আগামীকাল শুক্রবার টানা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে সব ধরনের রিচার্জ সেবা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অপারেটরটির অফিসিয়াল অ্যাপ ‘মাইজিপি’ তে প্রকাশিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন নম্বরে কোনো ধরনের রিচার্জ করা যাবে না। এ সময় গ্রাহকরা দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিং কোনো মাধ্যমেই ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না। এছাড়া রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিস বন্ধ থাকবে। সংযোগ চালু রাখতে এই সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করে রাখতে পারেন।

তবে শুধুমাত্র রিচার্জ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় ভয়েস কল, এসএমএস, ইন্টারনেটসহ অন্যান্য সব সেবা আগের মতোই চালু থাকবে।

গ্রামীণফোন তাদের গ্রাহকদের উদ্দেশে বলেছে, ‘আপনাদের উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে আমরা সিস্টেম আপগ্রেডের কাজ করছি। এ কারণে নির্দিষ্ট সময়ে রিচার্জ সেবা বন্ধ থাকবে। কোনো ধরনের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

 

 

 

আইপিএল সম্প্রচার বন্ধ, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
  • ০৫ জানুয়ারি ২০২৬
ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কে এই সাজ্জাদ
  • ০৫ জানুয়ারি ২০২৬
ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যান…
  • ০৫ জানুয়ারি ২০২৬
আপত্তি থাকলে বৈধ-অবৈধ দুধরনের মনোনয়নপত্রেই আপিল করা যাবে: ই…
  • ০৫ জানুয়ারি ২০২৬
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি
  • ০৫ জানুয়ারি ২০২৬
আক্ষেপ নিয়ে ক্রিকেট থেকে অবসর নিলেন শফিউল ইসলাম
  • ০৫ জানুয়ারি ২০২৬