গ্রামীণফোনের লিমিটলেস ইন্টারনেট প্যাকেজে বিশেষ ছাড়

গ্রামীণফোন
গ্রামীণফোন  © সংগৃহীত

গ্রামীণফোন তাদের লিমিটলেস (মেয়াদবিহীন) ইন্টারনেট প্যাকেজে আকর্ষণীয় ডিসকাউন্ট চালু করেছে, যার ফলে গ্রাহকরা আরও কম খরচে উচ্চগতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

সোমবার (১২ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল অপারেটরটি জানায়, নির্দিষ্ট লিমিটলেস প্যাকেজগুলোতে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ আরও সাশ্রয়ী মূল্যে ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৯৮ টাকার ১৫ এমবিপিএস গতির মাসিক প্যাকেজটি এখন পাওয়া যাবে মাত্র ৮৯৯ টাকায়। একইভাবে, ১০ এমবিপিএস গতির মাসিক প্যাকেজের দাম ৮৯৯ টাকা থেকে কমে হয়েছে ৮০৬ টাকা।

সাপ্তাহিক ব্যবহারকারীদের জন্যও রয়েছে ছাড়। ১০ এমবিপিএস স্পিডের প্যাকেজটি এখন ২৬৯ টাকার পরিবর্তে মিলছে ২৪২ টাকায়।

এছাড়া দৈনিক ব্যবহারের জন্য ১৫ এমবিপিএস গতির লিমিটলেস প্যাকেজটির মূল্য ৯৬ টাকা থেকে কমিয়ে ৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ১৯ শতাংশ ছাড়।

এই বিশেষ অফারটি মাইজিপি অ্যাপ, ইউএসএসডি কোড এবং গ্রামীণফোনের দেশব্যাপী রিটেল আউটলেটসহ সব ধরনের গ্রাহকসেবা কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবসময় উদ্ভাবনী সেবা নিয়ে আসি। এই মূল্যছাড় তাদের ডিজিটাল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence