রেকর্ড গড়ে ১ লাখ ২১ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

বিটকয়েনের প্রতীকী ছবি
বিটকয়েনের প্রতীকী ছবি  © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা বিটকয়েন নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। সোমবার (১৪ জুলাই) এটি ইতিহাসে প্রথমবারের মতো ১ লাখ ২১ হাজার ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। ক্রিপ্টোমুদ্রার দামের দিক থেকে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ।

এশিয়ান বাজারে দিনটির শুরুতে বিটকয়েনের দাম পৌঁছে যায় ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারে। পরে কিছুটা সংশোধনের পর শেষ লেনদেনে এটি ১.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ১৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে চলমান নীতিগত আলোচনাই এই ঊর্ধ্বগতির পেছনে বড় কারণ। রয়টার্স জানিয়েছে, সপ্তাহের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষে একাধিক বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে ক্রিপ্টোশিল্পের জন্য একটি স্পষ্ট ও সহায়ক নীতিকাঠামো তৈরির চেষ্টা হচ্ছে।

এই প্রক্রিয়ায় গুরুত্ব পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও। তিনি নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করে ইতোমধ্যে নীতিনির্ধারকদের আহ্বান জানিয়েছেন, যেন শিল্পটির পক্ষে অবস্থান নিয়ে নতুন করে নিয়ম-কানুন গঠন করা হয়।

‘আইজি’ মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর মনে করেন, বিটকয়েন এখন একাধিক ইতিবাচক প্রভাবের সুবিধা নিচ্ছে। তার ভাষায়, “প্রতিষ্ঠানগুলোর আগ্রহ, ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির প্রত্যাশা ও ট্রাম্পের রাজনৈতিক সমর্থন—সব মিলিয়ে এই মুহূর্তে বিটকয়েনের পক্ষে পরিবেশ খুবই সহায়ক।”

তিনি আরও বলেন, “গত ছয়-সাত দিনেই বিটকয়েনের দাম নাটকীয়ভাবে বেড়েছে। এখন কোথায় গিয়ে থামবে সেটা বলা কঠিন। তবে বর্তমান গতির ধারায় ১ লাখ ২৫ হাজার ডলারে পৌঁছানো খুব একটা দূরের কথা নয়।”

এর আগে, গত সপ্তাহেই বিটকয়েনের দাম প্রথমবারের মতো ১ লাখ ১২ হাজার ডলার স্পর্শ করেছিল।

বিশ্লেষণ বলছে, বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা ও বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান চাহিদাই এই দাম বৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। বর্তমানে অর্থবাজারের অনেক বড় খেলোয়াড়ই বিটকয়েনকে বিকল্প সম্পদ হিসেবে বিবেচনা করে এতে বিনিয়োগ বাড়াচ্ছে।


সর্বশেষ সংবাদ