কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরীক্ষার সময়সূচি প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো  © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের ২০২৪ সালের বোর্ড সমাপনী পরীক্ষা (বিজোড় পর্ব-২০২৫) এর সময়সূচি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রবিধান-২০২২ এর অধীন ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পরীক্ষাগুলো নিয়মিত শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে। একইসাথে ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের পরীক্ষাগুলো অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নেয়া হবে।

অন্যদিকে, প্রবিধান-২০১১ অনুসারে ২য় হতে ৮ম পর্ব পর্যন্ত নিয়মিত ও অনিয়মিত উভয় শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড সমাপনী পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত সময়সূচি, কেন্দ্র তালিকা ও নির্দেশনা জানতে পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইট নিয়মিত পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ