দেশের যেসব কারিগরি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করলো সরকার

কারিগরি শিক্ষাবোর্ড
কারিগরি শিক্ষাবোর্ড  © লোগো

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, আওয়ামী লীগ নেতা ও তাদের স্বজনের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া আরও একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন নামকরণ করা হয়েছে, যেটির নাম ছিল শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার নামে।

এই ১৬টি প্রতিষ্ঠানের মূল ফটকের সাইনবোর্ড ও ওয়েবসাইট থেকে নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৮ মে) এ নির্দেশনাটি প্রকাশ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এর আগে, গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে ওই প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, রাজবাড়ীর বালিকান্দির শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুরের ভেদরগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম ভেদরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বরগুনার আমতলির শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বরিশালের হিজলার দেশরত্ন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম হিজলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পাবনার সাঁথিয়ার শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সদস্য মো. রেজাউল করিম তালুকদারের নাম বাদ দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম দেওয়া হয়েছে শিবচার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

আরও পড়ুন: ঢাবিতে হতে যাচ্ছে রাষ্ট্রসংস্কার নিয়ে সম্মেলন, প্রবন্ধ আহ্বান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের মায়ের নাম বাদ দিয়ে ফরিদপুরের বোয়ালমারীর আয়েশা শরিয়ত উল্ল্যা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম করা হয়েছে বোয়ালমারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

প্র‍য়াত আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াজেদ চৌধুরীর নাম বাদ দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দের ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম দেওয়া হয়েছে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের নাম বাদ দিয়ে শরীয়তপুরের ডামুড্যার আলহাজ্ব আবদুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম দেওয়া হয়েছে ডামুড্যা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম খোকার নাম বাদ দিয়ে জামালপুরের মাদারগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম করা হয়েছে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

আওয়ামী লীগের রাজনীতিবিদ ও গণপরিষদের সদস্য তৈমুছ আলীর নাম বাদ দিয়ে মৌলভীবাজারের জুড়ীর তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম দেওয়া হয়েছে জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

আওয়ামী লীগের নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলানা আছাদ আলীর নাম বাদ দিয়ে হবিগঞ্জের মাধবপুরের বীর মুক্তিযোদ্ধা মৌলানা আছাদ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে।

আরও পড়ুন: শাহবাগের আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা

আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী আবু শারাফ হিজবুল কাদের সাদেকের নাম বাদ দিয়ে যশোরের কেশবপুরের আবু শারাফ সাদেক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম দেওয়া হয়েছে কেশবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ বায়তুল্লাহর নাম বাদ দিয়ে নওগার পত্নীতলার এম বায়তুল্লাহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম দেওয়া হয়েছে পত্নীতলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

আর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার নাম বাদ দিয়ে ঠাকুরগাঁওয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের নাম দেওয়া হয়েছে ঠাকুরগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজ।

উল্লেখ্য, গত ৬ মে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) মো. রেজাউল হকের স্বাক্ষর করা এক আদেশে প্রতিষ্ঠানগুলোর মূল ফটকের সাইনবোর্ড, ওয়েবসাইটসহ সব ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করতে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও আঞ্চলিক পরিচালকদের বলা হয়েছে। বৃহস্পতিবার আদেশটি প্রকাশ করা হয়।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence