‘নো হল পলিটিক্সে’র সঙ্গে সংহতি, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতার পদত্যাগ

আজিজুল হক
আজিজুল হক  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ‘নো হল পলিটিক্সে’র দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের এমন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন এক নেতা। পরে ওই নেতার সদস্য পদ স্থগিত করেছে সংগঠনটি।

জানা গেছে, আজিজুল হক নামে ওই নেতা গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমি আজিজুল হক গণতান্ত্রিক ছাত্রসংসদ তথা বাগছাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে এই মুহুর্তে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

তিনি আরও লেখেন, যে কোন ধরনের হল রাজনীতির বিরুদ্ধে আমার অবস্থান সব সময়ের জন্য বলবৎ থাকবে। তাছাড়া বাগছাসের ব্যাক্তিগত ভাই-ব্রাদার কোরামের রাজনীতি এতটাই প্রকট যে এখানে কিছুদিন থেকে বাংলাদেশের অন্যান্য যে কোন ধরনের ছাত্র সংগঠনের আন্ডারে রাজনীতি করার বিন্দুমাত্র ইচ্ছা বা অভিপ্রায় আমার নাই। হল পলিটিক্সের বিরুদ্ধে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে শতভাগ সংহতি প্রকাশ করছি।

এরপর গণতান্ত্রিক ছাত্রসংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনোরূপ সাংগঠনিক কাঠামো অনুসরণ না করে এবং গঠনতন্ত্র অমান্য করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করায় গণতান্ত্রিক ছাত্রসংসদ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সদস্য সচিব আজিজুল হকের গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য পদ স্থগিত করা হলো হলো।

গণতান্ত্রিক ছাত্রসংসদ, কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান এই নির্দেশ প্রদান করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।


সর্বশেষ সংবাদ