ঢাবিতে হতে যাচ্ছে রাষ্ট্রসংস্কার নিয়ে সম্মেলন, প্রবন্ধ আহ্বান

ঢাবির লোগো
ঢাবির লোগো  © সংগৃহীত

প্রথম রাষ্ট্রসংস্কার বিষয়ক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে মিলিত হবেন রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, সুশীল সমাজকর্মী এবং সংশ্লিষ্ট শাখার ছাত্রছাত্রী। সম্মেলনে আলোচনা হবে গণআন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা গণতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রীয় সংস্কার এবং অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার সম্ভাবনা নিয়ে। আগামী (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

গত কয়েক দশকে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনগুলো কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১০ সালে আরব বসন্তের মধ্য দিয়ে এই ধারা নতুন মাত্রা পায়—যেখানে তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও সিরিয়ায় তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভ সংগঠিত করে এবং রাজনৈতিক পরিবর্তনের দাবি তোলে।

এই ঢেউ পরে ছড়িয়ে পড়ে সুদান, শ্রীলঙ্কা, সেনেগাল এবং সর্বশেষ বাংলাদেশে—যেখানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পর দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। গণতন্ত্র ও ন্যায়ের প্রতি সুস্পষ্ট অঙ্গীকার এবং ডিজিটাল সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা এই আন্দোলনগুলো স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেছে।

বাংলাদেশ এখন একটি পরিবর্তনশীল গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস। 

এই প্রয়াসের অংশ হিসেবে Political and Policy Science Research Foundation (PPSRF)-এর অংশীদারিত্বে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক একটি সম্মেলন আয়োজন করছে SRC। 

গবেষণার বিষয়বস্তু আহ্বান
এখানে যারা অংশগ্রহণ করতে পারবেন: ছাত্রছাত্রী, শিক্ষাবিদ, গবেষক, বিভিন্ন শাখার পেশাদার ব্যক্তি, নীতিনির্ধারকগণ ও Shadow Reform Commission দলের সদস্যগণ। 

গবেষণার বিষয়বস্তুর প্রধান থিমসমূহ
গণতান্ত্রিক শাসন ও তার পরিবর্তন, পাবলিক পলিসি ও প্রশাসন, ভালো শাসন ও প্রতিষ্ঠান নির্মাণ, রাজনৈতিক অর্থনীতি ও উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক শাসন, জনপ্রতিনিধিত্ব ও স্বচ্ছতা, ভূ-রাজনীতি ও পররাষ্ট্রনীতি, যুবক ও সুশীল সমাজের সম্পৃক্ততা, শহর ও স্থানীয় শাসনব্যবস্থা, সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তি, শিক্ষা সংস্কার, মিডিয়া ও অভিব্যক্তির স্বাধীনতা, সংবিধান ও আইন সংস্কার, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি, গ্লোবাল গভর্ন্যান্স ও তুলনামূলক নীতি, টেকসই উন্নয়ন উন্নয়ন নীতি

গবেষণার মূল বিষয়বস্তু জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ মে, ২০২৫
গবেষণার মূল বিষয়বস্তু গ্রহণের নোটিফিকেশন তারিখ: ২০ মে, ২০২৫
চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ জুন, ২০২৫
সম্মেলন অনুষ্ঠিত হবে: ২২ জুন, ২০২৫

জমা দেওয়ার নির্দেশিকা:
গবেষণার মূল বিষয়বস্তুর (অ্যাবস্ট্রাক্ট) ২৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে হতে হবে। এতে অবশ্যই শিরোনাম, গবেষণার লক্ষ্য, ব্যবহৃত পদ্ধতি এবং মূল ফলাফল উল্লেখ থাকতে হবে। অ্যাবস্ট্রাক্ট গ্রহণের পর অংশগ্রহণকারীদেরকে একটি বর্ধিত অ্যাবস্ট্রাক্ট ও পূর্ণ গবেষণা প্রতিবেদন (পেপার) জমা দিতে বলা হবে।

প্রত্যেকটি অ্যাবস্ট্রাক্টের সঙ্গে একটি সংক্ষিপ্ত রেজ্যুমে (সর্বোচ্চ ১০০ শব্দ) ও একটি সাম্প্রতিক ছবি জমা দেওয়া বাধ্যতামূলক। অ্যাবস্ট্রাক্ট ও অন্যান্য তথ্য গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। ফর্মে প্রবেশ করতে নির্ধারিত লিঙ্ক ব্যবহার করুন। যেকোনো প্রশ্ন বা সাহায্যের জন্য যোগাযোগ করুন: conferencereforms2025@gmail.com

সম্মেলনের আয়োজন করছেন Shadow Reform Commission (SRC) ও Political and Policy Science Research Foundation (PPSRF)। এই সম্মেলনে দেশ ও বিদেশের গবেষক, নীতিনির্ধারক এবং সমাজ বিশ্লেষকেরা অংশ নেবেন। তারা বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিবর্তনের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কীভাবে ভালো সংস্কার আনা যায়, তা নিয়ে প্রস্তাব দেবেন।


সর্বশেষ সংবাদ