হাদির ওপর গুলিবর্ষণ দেশের গণতন্ত্রকামী মানুষের ওপর আক্রমণের শামিল: ইউটিএল

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)  © লোগো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর রাজধানী ঢাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থানপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সংগঠনটির আহবায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, সংবাদ সূত্রে জানা যায়- মোটরসাইকেলবাহী সন্ত্রাসীরা নির্দিষ্টভাবে হামলা করে তাকে গুলিবিদ্ধ করে পালিয়ে গেছে; হাদিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

ইউটিএল নেতারা বিবৃতিতে বলেন, ওসমান হাদি এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার। তার ওপর আক্রমণ এদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী শক্তি এবং গণতন্ত্রকামী মানুষের ওপর আক্রমণের শামিল। নির্বাচনী কার্যক্রম চলাকালীন যে কোনো ব্যক্তির নিরাপত্তা বজায় রাখা সরকারের নৈতিক ও আইনগত দায়িত্ব বলে ইউটিএল মনে করে।

বিবৃতিতে দাবি জানিয়ে বলা হয়, ঘটনার যে দিকগুলো দ্রুত স্পষ্ট হওয়া প্রয়োজন, সেগুলো হলো- হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ভিজ্যুয়াল ডাটার দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক তদন্ত; ঘটনাস্থল থেকে অভিযোগপ্রাপ্ত সব সম্ভাব্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ; ও দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং এর পেছনের শক্তিকে শনাক্ত করে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে ভবিষ্যৎ অনুসন্ধানে সম্পূর্ণ স্বচ্ছ ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক সহিংসতা প্রতিহত করতে শুধুমাত্র আইন প্রয়োগই যথেষ্ট নয়। কর্মসূচি চলাকালীন প্রার্থীদের নিরাপত্তা বিধান, রাজনৈতিক মতবিনিময়কে সহনশীলভাবে পরিচালনা এবং মিডিয়া/সামাজিক মাধ্যমে উস্কানিমূলক প্রচারণার দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকে এই দায়িত্ব পালনে গুরুত্ব দিতে হবে। যাতে সাধারণ ভোটার ও রাজনৈতিক অংশগ্রহণকারীরা নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।

জড়িতদের শাস্তির দাবি জানিয়ে ইউটিএল নেতারা বলেন, আমরা কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উন্মোচন করে জনসাধারণের কাছে ফলাফল উপস্থাপন করার আহবান জানাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সমাজ ও নাগরিক সমাজের পক্ষ থেকে দ্রুত ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি মহান রাব্বুল আলামিনের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence