ইবতেদায়ি শিক্ষকদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে

প্রতিনিধি দল
প্রতিনিধি দল  © সংগৃহীত

ইবতেদায়ি শিক্ষকদের পাঁচ সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন। রবিবার (১২ অক্টোবর) প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার সঙ্গে বৈঠক করতে যান তারা।

প্রতিনিধি দলে রয়েছেন হাফেজ মাওলানা আহমেদ আলী, মো. নজরুল ইসলাম হিরন, শেখ নজরুল ইসলাম মাহবুব, মো. জহুরুল ইসলাম ও মো. রেজাউল হক।

জানাগেছে, যাচাই-বাছাই করা ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ, দ্রুততম সময়ের মধ্যে অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সব সুযোগ সুবিধা প্রদান করার দাবি নিয়ে আলোচনা করবেন তারা।


সর্বশেষ সংবাদ