স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য পৃথক অধিদপ্তর স্থাপনসহ ৩ দাবি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ PM
জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান

জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনসহ ৩ দাবি জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন শুরু করেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষকদের ধর্মঘট চলছে। 

দাবিগুলো হলো–অনুদানভূক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের জানুয়ারির ২৮ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে ও প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। 

জানা গেছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন। এসময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ধর্মঘট থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে জানান শিক্ষকরা। 

শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম। ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হলে ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষকরা।

তারা বলেন, চলতি বছরের জানুয়ারির ১৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের পক্ষ থেকে মাদরাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ২৮ জানুয়ারি আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে আশ্বস্ত করেন।

তিনি বলেছেন, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হবে। কিন্তু, দুঃখের বিষয় অদ্যাবধি পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের উদ্যোগ গ্রহণ না করায় দেশের সব শিক্ষকদের নিয়ে আজকে ধর্মঘট করতে বাধ্য হয়েছি।

বক্তারা আরও বলেন, জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হবে। জাতীয়করণ না হলে আমরা ঘরে ফিরে যাব না।

ধর্মঘট থেকে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো–অনুদানভূক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের জানুয়ারির ২৮ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে ও প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9