শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি ১০ অক্টোবরের মধ্যে বাস্তবায়ন হবে কি?

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন

বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আন্দোলন © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে এত অল্প সময়ের মধ্যে বাড়ি ভাড়া ২০ শতাংশ হওয়ার সম্ভাবনা দেখছে না শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। দুই মন্ত্রণালয়ের তিন বিভাগের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তা জানিয়েছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে যাবে। এ প্রস্তাব নিয়ে সুক্ষ পর্যালোচনায় বসবে অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা। তাদের বিশ্লেষণ শেষে অর্থ বিভাগের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে একটি সিদ্ধান্ত জানাবেন। এ প্রক্রিয়া এত অল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘অধিদপ্তরগুলো থেকে আর্থিক ব্যয়বিবরণী পেয়েছি। এটা খুব অল্প সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাস হবে কি না সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। আমাদের উপদেষ্টা একটি চিঠি অর্থ উপদেষ্টাকে পাঠিয়েছিলেন। এক মাস আগে পাঠানো চিঠির জবাবে এখনো কিছু জানায়নি অর্থ বিভাগ। ফলে শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবির প্রস্তাবের জবাব কতদিনে পাওয়া যাবে সেটিও বলা মুশকিল।’

অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের এখানে কোনো প্রস্তাব আসার পর সেটি নিয়ে যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়। যে পরিমাণ অর্থ চাওয়া হচ্ছে সেটি আমাদের কাছে আছে কি না, কোনো খাত থেকে সমন্বয় করার প্রয়োজন আছে কি না, কিংবা আদতে এই প্রস্তাবের ফলে অর্থ বিভাগ চাপে পড়বে কি না সেই বিষয়গুলো বিবেচনা করা হয়। এরপর এটি অনুমোদন কিংবা বাতিলের সিদ্ধান্ত হয়। শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব এখনো আসেনি। এটি আমাদের কাছে আসার পর বিস্তারিত বলা যাবে। তবে প্রস্তাব পাস কিংবা বাতিল যাই হোক না, সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে।’

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণপ্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এই তথ্যবিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ। প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে।

 

উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9