বাংলাদেশে প্রথম মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক গঠিত

মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক
মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক  © টিডিসি সম্পাদিত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ এবং ইউনেস্কো ঢাকা অফিসের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক গঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে এক ভার্চুয়াল সভায় এ কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নেটওয়ার্কের নাম ‘মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি বাংলাদেশ (এম আই এল নেট বিডি)’ ঘোষণা করা হয়। 

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং ইউনেস্কো ঢাকা অফিসের যৌথ উদ্যোগে গঠিত এই নেটওয়ার্ক বাংলাদেশের যুব সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি স্কিল গঠনে কাজ করবে। এই নেটওয়ার্ক গঠনের অন্যতম একটা উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাউন্সিল গঠন এবং ইনফরমেশন লিটারসি ক্লাব গঠনের মাধ্যমে ভুল তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ এবং বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।

MILNetBD

ইউনেস্কো ঢাকা অফিসের মিডিয়া এবং একসেস টু ইনফরমেশন বিভাগের হেড মিস নুরে জান্নাত প্রমা নেটওয়ার্ক কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি হিসেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দিলারা বেগমের নাম ঘোষণা করা হয়। 

কমিটিতে অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, চেয়ারম্যান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক মো. মাহবুবুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। মো. হাসিনুল ইলাহী, সিনিয়র লেকচারার, ইনফরমেশন স্টাডিজ বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং জারিন তাসনিম, লেকচারার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে সেক্রেটারি এবং ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!