তাজুল ইসলাম © সংগৃহীত
বরাবরের মতো এবারও দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী তাজুল ইসলাম উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছেন।
তাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ শিফটে অংশ নিয়ে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করে গৌরবজনক সাফল্যের স্বাক্ষর রাখেন।
নিজের সাফল্য সম্পর্কে তাজুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি এ সফলতা অর্জন করতে পেরেছি। এর পেছনে আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও পরিবারের দোয়া এবং অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞ।
তাজুল ইসলামের এ অর্জনে তামীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তার সাফল্যে শিক্ষকবৃন্দ ও ছাত্র সংসদ (টাকসু) নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।
তাজুল ইসলামকে অভিনন্দন জানিয়ে টাকসুর প্রতিনিধিরা বলেন, তাজুল ইসলামের এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করি। আশা করি সে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।
সংশ্লিষ্টদের মতে, তাজুল ইসলামের এই কৃতিত্ব তামীরুল মিল্লাতসহ দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।