যেসব মনস্তাত্ত্বিক কৌশল আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে

২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আকর্ষণীয় মানুষ হওয়া মানে শুধু চেহারা নয়—আচরণ, মনোভাব, আত্মবিশ্বাস ও মানসিক ভারসাম্যও এতে বড় ভূমিকা রাখে। মনোবিজ্ঞানীরা বলছেন, কিছু সহজ মনস্তাত্ত্বিক কৌশল বা অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনেই এমনভাবে প্রয়োগ করা যায়, যা আপনাকে শুধু অন্যদের কাছে বেশি আকর্ষণীয় করে তুলবে না, বরং নিজেকেও রাখবে মানসিকভাবে ভালো।

মনোযোগ দিয়ে শুনুন, প্রতিক্রিয়া নয় উত্তর দিন
মানুষ চায় কেউ তার কথা মন দিয়ে শুনুক। আপনি যখন সত্যিকারের মনোযোগ দেন, তখন আপনার মধ্যে তৈরি হয় এক ধরনের উষ্ণতা ও বিশ্বাসযোগ্যতা। মনোবিজ্ঞানে একে বলে এক্টিভ লিসেনিং—এই অভ্যাস আপনাকে সবার কাছে সহজে প্রিয় করে তোলে।

হাসি হলো অবচেতন সংযোগের সেতু
একটি আন্তরিক হাসি আপনার প্রতি মানুষের মনোভাব মুহূর্তেই বদলে দিতে পারে। গবেষণায় দেখা গেছে, হাসিখুশি মুখ মানুষ বেশি বিশ্বাস করে, বেশি মনে রাখে। হাসি মানসিক চাপও কমায়—এটি একসঙ্গে আকর্ষণীয়তা ও মানসিক প্রশান্তি দুটোই বাড়ায়।

নাম ধরে ডাকুন
কোনো মানুষকে তার নিজের নাম ধরে ডাকা মনোবিজ্ঞানের দৃষ্টিতে শক্তিশালী একটি পদ্ধতি। এতে তার প্রতি আপনার মনোযোগ প্রকাশ পায় এবং তার আত্মমর্যাদা বৃদ্ধি পায়। এটি এক ধরনের পার্সোনাল ভ্যালিডেশন, যা সম্পর্কের বন্ধনকে মজবুত করে।

ছোট ছোট প্রশংসা দিন, কিন্তু সত্যি অনুভব থেকে
অতিরিক্ত প্রশংসা নয়—সত্যিকারের, নির্দিষ্ট ও আন্তরিক প্রশংসা মানুষকে প্রভাবিত করে সবচেয়ে বেশি। যেমন, ‘তুমি খুব স্মার্ট’ বলার বদলে বলা যেতে পারে, ‘তোমার কথা বলার ধরনটা খুব আত্মবিশ্বাসী’ এতে সম্পর্ক হয় স্বাভাবিক ও ইতিবাচক।

ইতিবাচক শরীরভঙ্গি রাখুন
চোখে চোখ রেখে কথা বলা, খোলা ভঙ্গি, মাথা সামান্য ঝুঁকিয়ে শোনা—এসব ছোট ইঙ্গিত আপনার প্রতি মানুষের অবচেতন মনোযোগ বাড়ায়। মনোবিজ্ঞানে একে বলা হয় নন ভার্বাল ক্যারিশম।।

আত্ম-সহানুভূতি চর্চা করুন
নিজেকে সবসময় নিখুঁত বানানোর চেষ্টা না করে নিজের ভুল, দুর্বলতাকে মেনে নেওয়া মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। সেল্ফ কম্প্যাশন থাকা মানুষ সাধারণত শান্ত, স্থির এবং অন্যের কাছেও উষ্ণ লাগে।

কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তুলুন
প্রতিদিনের ছোট সাফল্য বা কারও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। গবেষণায় দেখা গেছে, কৃতজ্ঞ মানুষদের মস্তিষ্কে সুখ-সংক্রান্ত হরমোন যেমন ডোপামিন ও সেরেটোনিন বেশি নিঃসৃত হয়—যা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক সম্পর্কও উন্নত করে।

নিজেকে তুলনা নয়, উন্নত করার দিকে মনোযোগ দিন
অন্যের সঙ্গে তুলনা না করে নিজের অগ্রগতি মাপার অভ্যাস আত্মবিশ্বাস বাড়ায়। এই মানসিক স্থিতি আপনাকে অন্যদের কাছে স্থির ও আকর্ষণীয় হিসেবে তুলে ধরে।

আকর্ষণীয়তা কোনো জাদু নয়, বরং এটি এক ধরনের মানসিক পরিশীলন। আপনি যত বেশি নিজেকে জানবেন, যত বেশি মানুষকে গুরুত্ব দেবেন—তত বেশি বাড়বে আপনার অন্তর্নিহিত আকর্ষণ। মনোবিজ্ঞান বলে, যিনি নিজের সঙ্গে শান্তিতে থাকেন, তিনিই সবচেয়ে বেশি আলো ছড়ান।

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9