আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে স্বর্ণসহ ৫ পদক জয় বাংলাদেশের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫০ AM
চীনে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (আইএসও) পাঁচটি পদক জিতে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের দল। ২০২৫ সালের এ প্রতিযোগিতায় দলের সদস্যরা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছেb। এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে প্রতিভা ও দৃঢ়তা প্রদর্শন করল তরুণ বাংলাদেশি শিক্ষার্থীরা।
সম্প্রতি চীনের জিনিং কনফুসিয়াস স্কুলে এ অলিম্পিয়াডের ১৮তম আসরের আয়োজন করা হয়। চলতি বছর দেশের দেড় হাজার শিক্ষার্থী নিয়ে আঞ্চলিক ও জাতীয় বাছাই পর্বের আয়োজন করা হয়। এর মাধ্যমে শীর্ষস্থানে থাকা চারজন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পৃথক টেস্ট বিভাগে বাংলাদেশ দলের মোহাম্মদ তাহমিদ রহমান একটি রৌপ্য পদক জিতেছেন। এ পর্যায়ে তাত্ত্বিক এবং ব্যবহারিক মূল্যায়ন অন্তর্ভুক্ত ছিল। এতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন শেখ ফাহিম মাহমুদ।
আরও পড়ুন: আবাসিক হলে ছাত্ররাজনীতি চান না ৮৯ শতাংশ
আর্থ সিস্টেম প্রজেক্টে দল ভিত্তিক বিভাগে তাহমিদ স্বর্ণ ও ফারিস আহমেদ আয়ান ব্রোঞ্জ অর্জন করেছেন। এ ক্যাটাগরিতে উদ্ভাবন এবং যৌথ গবেষণাকে হাইলাইট করা হয়। এছাড়াও তাহমিদ আন্তর্জাতিক দলের ফিল্ড ইনভেস্টিগেশনে রৌপ্য পদক নিশ্চিত করেছেন, যা তার অসামান্য দক্ষতা প্রমাণ করেছে।