ইকোনমিকস অলিম্পিয়াডের ৮ম আন্তর্জাতিক আসরে চারটি ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫০ AM
বিশ্বের ৫৩টি দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণে শুরু হয়েছিল আন্তর্জাতিক ইকোনোমিক্স অলিম্পিয়াডের ৮ম আসর। গত ২০ জুলাই থেকে আজারবাইজানের রাজধানী বাকুতে সাত দিনব্যাপী এ আসরের আয়োজন করা হয়।
এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল অর্জন করেছে চারটি ব্রোঞ্জ পদক। ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফাবিহা মুস্তাকিমা নিহা, আফফান চৌধুরী, প্রান্ত ঘোষ ও সৌহার্দ্য সোপান সিংহ। এছাড়াও বাংলাদেশ দলের আরেক প্রতিনিধি ছিলেন সুহা আহসান এবং এ দলের দল নেতা ছিলেন বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটি সভাপতি আল-আমিন পারভেজ, যোগাযোগ বিভাগ প্রধান মো. আল-আমিন রাকিব।
এছাড়াও শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ থেকে বিজনেস কেস জুরি ক্যাটাগরিতে আন্তর্জাতিক জুরি বোর্ডের বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের ব্যান্ড অ্যাম্বাসেডর ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিয়াস ফেলো মো. মানসুরুল হক।
তরুণদের এ অর্জন ও জুরি বোর্ডের বিচারকের দ্বায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীদিনে আমাদের দেশের তরুণেরা আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেবে। এই অর্জন তারই ইঙ্গিত বহন করে। পাশাপাশি ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি চাইবো আমাদেরও দেশের মেধাবী তরুণেরা যেন তার জন্মভূমির প্রতি দায়বদ্ধতা অনুভব করে। আর আন্তর্জাতিক মঞ্চে বিচারকের দ্বায়িত্ব পালন আমাকে সম্মানিত করেছে। যা বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াড এর প্রতি নিবেদিত হয়ে কাজ করতে আরো উৎসাহিত করবে।’
প্রতিযোগিতার ধরন ও বাংলাদেশের সার্বিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটি সভাপতি আল আমিন পারভেজ বলেন, ‘বিভিন্ন ধাপে অর্থনীতি, ফিনান্সিয়াল লিটারেসি, বিজনেস কেস বিষয়ক প্রতিযোগিতামূলক টাস্ক পেরিয়ে, বাংলাদেশের জাতীয় দলের সদস্যরা জয় করেছেন এই ব্রোঞ্জ পদক। এর পাশাপাশি বাংলাদেশ দল দক্ষিণ এশিয়াতে ৩য় এবং বিজনেস কেস কম্পিটিশনে ১৭ তম স্থান অর্জন করেছে। অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াড তরুণদের মধ্যে অর্থনীতি জ্ঞান এবং ফিনান্সিয়াল লিটারেসির সমৃদ্ধি এবং বিস্তারের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে কাজ করে যাচ্ছে এবং সপ্তমবারের মতো আন্তর্জাতিক ইকোনোমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। আগামীদিনে স্বর্ণ পদক জয় করাই হবে আমাদের মূল লক্ষ্য।’
বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি একটি আন্দোলন, যার মাধ্যমে আমরা অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্ব গঠনের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবে। আন্তর্জাতিক এ অর্জন আমাদের স্বপ্নকে আরো সুদূর করবে, অনুপ্রাণিত করবে।