'ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ কুইজ, বিজয়ী পেলেন আইফোন

পুরস্কার বিতরণী
পুরস্কার বিতরণী   © সংগৃহীত

ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের আইফোন-১৬, মাইক্রোওয়েভ সহ নানা পুরস্কার দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর কারণবাজারে প্রথম আলো অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

 

আনিসুল হক বলেন, ‘ফ্রেশ মিল্ক দিয়ে তৈরি রেসিপি সত্যি সুস্বাদু হয়। প্রথম আলোর সঙ্গে ফ্রেশের এ পথচলা দীর্ঘদিনের। এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক এবং ফ্রেশের গ্রাহকপ্রিয়তা আরও বৃদ্ধি পাক—এ প্রত্যাশা করছি।’


সর্বশেষ সংবাদ