মাভাবিপ্রবি জাতীয় বিতর্ক উৎসবের বিজয়ী চুয়েট
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৫:৪৭ PM

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেল ‘৪র্থ মাভাবিপ্রবি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বিজয়ী হয় এবং রানারআপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
শনিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী (২৩ ও ২৪ মে) আয়োজিত এ বিতর্ক উৎসবে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮টি দল অংশগ্রহণ করে।
বিতর্ক উৎসবে টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন মিরাজ বিশ্বাস এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন কামরুল আহসান।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কো-মডারেটর ড. জিয়াউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবু জুবাইর, উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।
প্রধান অতিথি ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘বিতর্ক শুধু কথার খেলা নয়; এটি যুক্তির, নৈতিকতার এবং মূল্যবোধের চর্চা। বিতর্ক মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে এবং একটি দায়িত্বশীল সমাজ গঠনে ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘এই জাতীয় বিতর্ক উৎসব আমাদের জন্য একটি গর্বের আয়োজন। দেশের তরুণ বিতার্কিকদের মাঝে যে মেধা ও চিন্তার প্রকাশ আমরা দেখতে পেয়েছি, তা আমাদের আগামী দিনের নেতৃত্ব সম্পর্কে আশাবাদী করে তোলে।’
আরও পড়ুন: অনিয়ম-দুর্নীতির অভিযোগে যবিপ্রবি কর্মকর্তা বরখাস্ত
শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের চিফ কোর এডজুডিকেটর মাহমুদুল আলম রাসেল এবং কোর এডজুডিকেটর ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম হিমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোছা. রোকসানা রুকু। বিতর্ক উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল প্রাণ, সজীব গ্রুপ, নব আলো, নাসির গ্রুপ, জব মেডিসিন ও জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার।