আন্তঃবিশ্ববিদ্যালয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি জসীম উদ্দীন হল 

পুরস্কার নিচ্ছে বিজয়ী দল
পুরস্কার নিচ্ছে বিজয়ী দল  © সংগৃহীত

আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল, এবং রানারআপ হয়েছে রোকেয়া হল। শনিবার (১০ মে) প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। সমাপনী পর্বে ফলাফল ঘোষণা করেন এবং পুরস্কার বিতরণ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 

দুই দলের বিতার্কিকদের যুক্তি উপস্থাপন ও পাল্টা যুক্তি খণ্ডনের পর বিচারকমণ্ডলীর রায়ে ৪-১ ব্যালটের ব্যবধানে জয় লাভ করে কবি জসীম উদ্দীন হল। এই দলের নেতৃত্বদানকারী রাগিব আনজুম শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি অর্জন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, আবাসিক শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।


সর্বশেষ সংবাদ