বিশ্বমঞ্চে গণিতের লড়াই, অস্ট্রেলিয়ায় যাচ্ছে ৬ খুদে শিক্ষার্থী

১০ জুলাই ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিচ্ছেন দেশের ৬ খুদে শিক্ষার্থী

এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিচ্ছেন দেশের ৬ খুদে শিক্ষার্থী © সংগৃহীত

দেশের ৬ খুদে গণিতবিদ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৬তম আসরে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বাংলাদেশ ২১তম বারের মতো এই আয়োজনে অংশ নিচ্ছে। বুধবার (৯ জুলাই) গণিত অলিম্পিয়াড কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার (১২ জুলাই) মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে গণিত দলটি। এবারের আসরে বাংলাদেশসহ শতাধিক দেশের অন্তত ৬০০ প্রতিযোগী অংশ নেবেন। আগামী ১৪ জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে শুরু হয়ে ১৯ জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০২৫।।

চলতি বছরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভিকারুননিসার মনামী জামান, আইডিয়ালের জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা’র এম জামিউল হোসেন, চট্রগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান।

উল্লেখ্য, ৭৫ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীদের মধ্য থেকে এই ৬ খুদে গণিতবিদকে বাছাই করা হয়। ২০০৪ সালে আইএমওর সদস্য পদ পেয়েছে বাংলাদেশ এবং ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি সোনা, ৭টি রৌপ্য ও ৩২টিব্রোঞ্জ পদক এবং ৩৮টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।

 

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬